মিয়ানমার কারাগারে ৩৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) হাতে আটক হওয়া ৩৮ জন বাংলাদেশি নাগরিক মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি।
তাদের দেশে ফিরিয়ে আনাতে পরিবারের পক্ষ থেকে কক্সবাজারস্থ (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ’র কাছে লিখিত আবেদন করা হয়েছে।
আটক ব্যক্তিদের পরিবারের পক্ষে থেকে সম্প্রতি করা আবেদনের প্রেক্ষিতে কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ’র পরিচালক-অধিনায়ক খন্দাকার সাইফুল আলম স্বাক্ষরিত একটি পত্র জেলা পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়েছে। প্রেরিত এই পত্রের তথ্যদি যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে নির্দেশ দেওয়া হয়েছে চকরিয়া, মহেশখালী ও সদর থানার ওসিকে।
বর্তমানে এসব তথ্যের যাচাই-বাছাই চলছে বলে সংশিষ্ট থানার ওসিরা জানিয়েছেন।
এ ব্যাপারে চকরিয়া থানা পুলিশের ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘কক্সবাজারস্থ ১৭ বিজিবি কর্তৃক জেলা পুলিশের বিশেষ শাখায় প্রেরিত এ সংক্রান্ত একটি তালিকা ইতিমধ্যে চকরিয়া থানায় এস পৌঁছেছে। তালিকাটি পাওয়ার পর থানার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখিত তথ্য সঠিক রয়েছে কি-না তা যাচাই করতে। এই প্রক্রিয়া শেষ হলেই সংশিষ্ট দপ্তরে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।