সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জসিম উদ্দিন কবির (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কবির মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলীর ছেলে।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলী ও একই গ্রামের ইদ্রিস আলী পক্ষদ্বয়ের লোকজনের মধ্যে খড় শুকানো নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত কবিরকে স্থানীয় ছাতক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এসএস/পিআর