পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৭ জুলাই ২০২৪

পাবনার আটঘরিয়া উপজেলার নরজান গ্রামে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাদের মা রাশিদা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফারাজানা ইয়াসমিন (২৩) ও তার ছোট ভাই রাসেল হোসেন (১৩)। তারা ওই গ্রামের মো. হিরু ইসলামের সন্তান। নিজেদের বাড়িতে থাকা বিদ্যুৎচালিত তাঁত (পাওয়ারলুম) শখের বসে চালাতে গিয়ে ফারজানা প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে রক্ষা করতে গিয়ে অন্যরা হতাহত হন।

মৃত দুজনের বাবা হিরু ইসলাম বলেন, আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি। তাই মেয়ে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের বৈদ্যুতিক তার ছেঁড়া ছিল। সেটি তারা টের পায়নি। এতে আমার সর্বনাশ হয়ে গেল।

একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার ও ইউপি সদস্য রেজাউল করিম পান্না বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মরদেহ উদ্ধার করা হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।