ঝালকাঠিতে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৯ জুলাই ২০২৪

ঝালকাঠিতে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

সোমবার (২৯ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় তার ছেলে ইঞ্জিনিয়ার রাফায়াত সাইফুল্লাহ জয় উপস্থিত ছিলেন।

উপহারের প্রতি প্যাকেটে চাল, তেল ও আলু রয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতেও এমন মানবিক উপহার অব্যাহত থাকবে।

আতিকুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।