সাতক্ষীরায় ৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার ছয় এইচএসএসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের বিশেষ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের কাজী সাকিব হাসান (১৯), শহরের ইটাগাছার তাসিন ফারহান নিলয় (২২), দেবহাটার জগন্নাথপুর গ্রামের জাহিদ হোসেন (১৯), একই গ্রামের ফাহিম হোসেন (১৯), দেবী শহরের আসাদুল্লাহ ওরফে আকাশ (২০) ও সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গীর শেখ নাফিজুল ইসলাম (২০)।
তাদের বিরুদ্ধে কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।
সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর মেহেদী হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান রাজীব/এমকেআর