পটুয়াখালীতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৪ আগস্ট ২০২৪

পটুয়াখালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন একাত্তর টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন।

রোববার (৪ আগস্ট) সকালে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় সংবাদ সংগ্রহকালে তিনি আহত হন।

স্থানীয় সাংবাদিকরা জানান, সকাল থেকেই ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তা এলাকা অবরোধ করে আসহযোগ আন্দোলন পালন করছিলেন আন্দোলনকারীরা। এ সময় তারা পুলিশ বক্স ভাঙচুর করেন। ভাঙচুরের ছবি তুলতে গিয়ে আহসানুল কবির রিপন ইটের আঘাতে আহত হন। তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আহসানুল কবির রিপন আহত হওয়ার ঘটনায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।