ঈশ্বরদীতে আনন্দ মিছিল, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে ছাত্র-জনতার একটি মিছিল শহরের স্টেশন রোডের উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও দুপুর ২টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে যুবলীগ ও আলহাজ্ব মোড়ে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে শহরের রেলগেট এলাকায় ছাত্র-জনতার একটি মিছিল এলে দোকানপাট বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ নেতাদের পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড ভাঙচুর করে।
পরে দুপুর ১টার দিকে আরেকটি মিছিল শহরের স্টেশন রোডে হয়ে বাজারে দিকে যাওয়ার পথে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এসময় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়।
শেখ মহসীন/জেডএইচ/জেআইএম