ফরিদপুর শহরে পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৭ আগস্ট ২০২৪

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল থেকে নতুন করে বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সড়কে শৃঙ্খলতা ফেরাতে কাজ করেন তারা।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে আনন্দ মিছিল বের হয়ে মুজিব সড়ক হয়ে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে পৌঁছে সমাবেশ করে। এরপর তারা আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ নতুন এক বাংলাদেশ গঠনের শপথ নেন। এরপর আন্দোলনে নিহতদের জন্য দোয়া করা হয়।

পরে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। এসময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে দায়িত্বও পালন করেন তারা।

ফরিদপুর শহরে পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

বক্তারা বলেন, গত ১৬ জুলাই এই কলেজে হতেই আন্দোলনে সূচনা করা হয়েছিল। এতে আমাদের অসংখ্য ভাই বোন অংশগ্রহণ করেছিল। তারা তখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছিল আহত হয়েছিল।

রাইতা জারিন সোহা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শহর আমাদেরই পরিষ্কার রাখতে হবে। আমরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে চাই।’

ট্রাফিকের দায়িত্ব পালন করা সাদমান জাবের ও কাজী হাসিব মাহমুদ বলেন, তারা এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে পেরে খুশি। শহরে যাতে যানজট না হয়, সেটাই তাদের প্রথম লক্ষ্য।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।