ক্লাসরুম লণ্ডভণ্ড : চলছে খোলা আকাশের নিচে পাঠদান


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ৩০ এপ্রিল ২০১৬

ঝিনাইদহের শৈলকুপার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিএলকে মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণির কক্ষের টিনের চালা লণ্ডভণ্ড হয়ে যায়। এতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন স্কুল কর্তৃপক্ষ।

ছাত্র-ছাত্রীরা জানায়, প্রচণ্ড গরমে তারা দীর্ঘক্ষণ ধরে সব ক্লাস করতে পারছে না। স্থানীয় লোকজন স্কুল মাঠে গরু চড়ানোর কারণে খোলা মাঠে ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি হলেই ব্যাহত হয় পাঠদান।

Jhenidah-School

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গহর আলী জানান, এভাবে যদি ক্লাস না নেই তবে আমাদের ৬ষ্ট ও ৭ম শ্রেণির ক্লাস বন্ধ রাখতে হবে। ক্লাস বন্ধ রাখা কোনোভাবেই সম্ভব না।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুল ইসলাম জানান, স্কুল ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় মেরামত করতে বিলম্ব হচ্ছে। আমরা ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করেছি।

Jhenidah-School

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কোমলমতি শিক্ষার্থীদের উদ্বিগ্ন অভিভাবকেরা।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।