কুড়িগ্রামে জেএমবির দুই সদস্য রিমান্ডে


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৬

কুড়িগ্রামে বহুল আলোচিত ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত দুই জেএমবি সদস্যর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালতের বিচারক তাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের আজিজুল ইসলামের ছেলে আবু নাসের ওরফে রুবেল (২০) এবং কুড়িগ্রাম সদরের পৌরসভার পলাশবাড়ীর মুন্সিপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে মাহাবুব হাসান মিলন (২৮)।  

এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. তবারক উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে নেয়ার পর তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আশা করি খুব তাড়াতাড়ি হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২২ মার্চ কুড়িগ্রাম পৌরসভার গাড়ীয়াল পাড়ার (গড়ের পার) বাসিন্দা খ্রিষ্টান ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৮) প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে বাড়ির সামনে হাঁট ছিল। এসময় কালো রঙের ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে করে তিন আরোহী পিছন থেকে তার উপর হামলা চালায়।

হামলাকারীরা আল্লাহ আকবার বলে তাকে গলাকেটে হত্যা করে। এরপর মৃত্যু নিশ্চিত করে শক্তিশালী বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হত্যাকারীরা পালিয়ে যায়।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।