তাহিরপুরে হাওরে নৌকাডুবি : নিখোঁজ ১


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০১ মে ২০১৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় তৌফিক মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।

রোববার ভোররাতে উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পালইবিলে এ ঘটনা ঘটে। তৌফিক উপজেলার বানিয়াগাঁও গ্রামের আব্দুল নুর মিয়ার ছেলে।

নিখোঁজ তৌফিকের বড় ভাই উজ্জল মিয়া এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোররাতে পালইবিলে নৌকাযোগে মাছ শিকার করতে যায় তৌফিকসহ চারজন। এসময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। অন্য তিন সহযোগী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তৌফিককে খুঁজে পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বজনরা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।