সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে চারটায় উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতপি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, দামোধরতপি গ্রামের তজিবুর রহমানের কন্যাশিশু হালিমা আক্তার (৮), তার ছোট ভাই সাজিদ মিয়া (৬) এবং পার্শ্ববর্তী মাহমদপুর গ্রামের জাহের আলীর ছেলে সাজেদ (১০)।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে দুই গ্রামের মধ্যবর্তী ডোবায় ওই তিন শিশু খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা ডোবায় তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
এমএএস/এবিএস