ছাত্র আন্দোলন

কিশোরগঞ্জে ৬ নিহতের পরিবারকে দুই লাখ করে টাকা দিলো জামায়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৬ আগস্ট ২০২৪

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয়জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ আগস্ট) জেলার বিভিন্ন এলাকায় নিহতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জে ৬ নিহতের পরিবারকে দুই লাখ করে টাকা দিলো জামায়াত

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দেশের বিভিন্ন স্থানে নিহত হন কিশোরগঞ্জ জেলার ৯ জন। তাদের মধ্যে ছয়জনের পরিবারকে দুই লাখ করে মোট ১২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। পরের ধাপে জেলার হাওরাঞ্চলে বাকি তিন নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে দলটি জানিয়েছে।

কিশোরগঞ্জে ৬ নিহতের পরিবারকে দুই লাখ করে টাকা দিলো জামায়াত

এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, সেক্রেটারি নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি এস এম ইউসূফ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মুন, কিশোরগঞ্জ জেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।