গাজীপুর

চোরাই মালের ভাগ-ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৯ আগস্ট ২০২৪
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে চোরাই মালামালের ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে সেলিম মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে মহানগরীর টঙ্গী পূর্ব থানার কেরানির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

সেলিম মিয়া নরসিংদীর শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় মামুন মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।

টঙ্গী পূর্ব থানার এসআই সাফায়েত ওসমান জানান, রাত ২টার দিকে সেলিম মিয়াকে তার সহযোগীরা বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে কেরানির টেক এলাকার একটি বাসার সামনে সেলিমের সঙ্গে তার সহযোগীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে সেলিমের মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।