‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ৩০ আগস্ট ২০২৪

গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া ও আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভোলা শহরের কে-জাহান মার্কেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়। মায়ের ডাক ও অধিকারের ব্যানারে পালিত হয় এসব কর্মসূচি।

এসময় বক্তারা বলেন, বিগত বছরগুলোতে যারা গুমের শিকার হয়েছেন তাদের দ্রুত মুক্তি দিতে হবে। আয়নাঘরসহ যেসব গোপন বন্দিশালা রয়েছে সেগুলো দ্রুত বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে আর কোনো আয়নাঘর বা গোপন বন্দিশালায় মানুষকে আটকে রাখা চলবে না। কোনো ব্যক্তিকে প্রশাসন যে কোনো স্থান থেকে আটক করলে তার পরিবারকে জানাতে হবে। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

এসময় বক্তব্য রাখেন, অধিকারের ভোলা জেলা সমন্বয়ক মো. আফজাল হোসেন, সদস্য নূরনবী রুবেল, রাকিব হোসেন ও ঢাকায় গুম হওয়া ভোলার হারুন অর রশিদের ছেলে মো. আরিফ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।