গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
খাগড়াছড়ির গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারা বিদ্যুৎ অফিসের সামনে শান্তি পরিবহনে তল্লাশি চালিয়ে এসব গাজা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক মো. রফিকুল ইসলাম দীঘিনালার বাছা মেরুং পশ্চিম পাড়া এলাকার মৃত ওমর আলী হোসেনের ছেলে।
জানা গেছে, যাত্রীবাহী বাসে (শান্তি পরিবহন) করে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকাগামী শান্তি পরিবহনে (ঢাকা মেট্রো-ব- ১৪-১৬৯১) তল্লাশি চালায় পুলিশ। এসময় বাস থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এমএইচআর