শৈলকুপায় ডাকাতি : ৪ কলেজছাত্র আটক
ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহস্থের বাড়িতে ডাকাতির সময় ৪ কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮১ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে শৈলকুপার খড়িবাড়িয়া গ্রামে নিমায় চন্দ্রের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আটকরা হলেন-তামিনগরের কুবাদ আলীর ছেলে সুমন আলী ( ১৭), বাহির রয়েড়া গ্রামের আতিয়ারের ছেলে নাহিদ মল্লিক (১৮), রফিকুল ইসলামের ছেলে শুভ আহমেদ (১৬) ও একই গ্রামের নুরান শেখের ছেলে সুমন আলী (১৪)। তারা সবাই শৈলকুপার সিটি কলেজ ও শৈলকুপা বিএলকে কলেজের ছাত্র।
এলাকাবাসী ও পুলিশ জানায়, খড়িবাড়িয়া গ্রামের গ্রাম্য চৌকিদার নিমায় চন্দ্রের বাড়িতে রাত ১টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়ির সদস্যদের বেঁধে ফেলে ও একজনকে মারপিট করে। এরপর বাড়ি থেকে নগদ লক্ষাধিক টাকা, কয়েকটি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই ইকবালের নেতৃত্বে একদল পুলিশের সহায়তায় গ্রামবাসী সুমন, নাহিদ, শুভ ও সুমন আলী নামে ৪ তরুণকে ধরে ফেলে।
খড়িবাড়িয়া গ্রামের নিমায় চন্দ্র জানান, রাতে ৭-৮ জনের একদল তরুণ ছোঁরা, তরবারি, হাতুড়িসহ দেশীয় নানা অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে। এরপর সবাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলে লক্ষাধিক নগদ টাকা ও কয়েকটি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তাদের হামলায় গৃহকর্তা নিমায় চন্দ্র আহত হন। পরে পুলিশ ও গ্রামবাসী ডাকাত দলের ৪জনকে ধরে ফেলে।
শৈলকুপা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই ইকবাল হোসেন জানান, ওসির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের ৪জনকে ধরতে সক্ষম হন। আটকরা পুলিশের কাছে ডাকাতির কথা স্বীকার করেছে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস