শরীয়তপুরের ১১ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা


প্রকাশিত: ০৭:৪০ এএম, ০৯ মে ২০১৬

শরীয়তপুরের ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এ সকল প্রার্থীরা আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন।

ডামুড্যা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে যারা লড়বেন তারা হলেন- ইসলামপুর ইউনিয়নে দ্বীন মোহাম্মদ (দুলাল) মাদবর, কনেশ্বর ইউনিয়নে মো. আনিসুর রহমান মাতবর, শিধলকুড়া ইউনিয়নে জানে আলম (খোকন) মাদবর, ধানকাঠি ইউনিয়নে মো. আব্দুর রাজ্জাক পিন্টু, পূর্ব ডামুড্যা ইউনিয়নে মো. মাসুদ পারভেজ (লিটন), দারুল আমান ইউনিয়নে মো. মোক্তার হোসেন খান এবং সিড্যা ইউনিয়নে আলাউদ্দিন আমিনের নাম ঘোণো করা হয়েছে।
   
এদিকে, ভেদরগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে যারা লড়বেন তারা হলেন-ছয়গাঁও ইউনিয়নে মানিক ব্যানার্জী, মহিষার ইউনিয়নে হাজী মো. নুরুল ইসলাম সিকদার, নারায়ণপুর ইউনিয়নে মো. সালাহ উদ্দিন এবং রামভদ্রপুর ইউনিয়নে মো. বিপ্লব সিকদার।

ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।