ভারত থেকে আনা ছয় মহিষসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

নওগাঁর পোরশায় ছয় মহিষসহ ফারুক হোসেন (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পোরশা উপজেলার বেজোড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন উপজেলার সোভাপুর গ্রামের শাহিদুর রহমানের ছেলে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত থেকেই সীমান্তবর্তী ওই এলাকায় অবস্থান নিয়েছিলো জওয়ানরা। শনিবার সকালে ইঞ্চিনচালিত ট্রাক যোগে ভারত থেকে অবৈধভাবে আনা ছয়টি মহিষ নিয়ে ওই পথে যাওয়ার সময় চোরাকারবারি ফারুককে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া ছয় মহিষ পত্নীতলা শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলার কার্যক্রম চলছে।

আরমান হোসেন রুমন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।