জমি থেকে বাংলাদেশিকে ধরে মারধরের পর পুলিশে দিলো ভারতীয়রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করতে গেলে মুহাম্মদ ইয়াছিন (১৯) নামে এক যুবককে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে ভারতীয় জনতা। বুধবার (৪ ডিসেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মুহাম্মদ ইয়াছিন উপজেলার বাউরপাথর গ্রামের মুহাম্মদ মিজানের ছেলে।

ইয়াছিনের বাবা মুহাম্মদ মিজান বলেন, প্রতিদিনের মতো ভোরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি জমিতে কাজ করতে যায় ইয়াছিন। একপর্যায়ে ওপারের লোকজন সেখান থেকে তাকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ভারতীয় পুলিশে দেয়।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ইয়াছিন প্রথমে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে তাকে ত্রিপুরার শান্তিরহাট হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। সে দেশের আইন অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, অনুপ্রবেশের অভিযোগে ইয়াছিনকে আটক করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।