নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৩৫ এএম, ০৭ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর সদরে উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন জেলার সূবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থল যায়। পরে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।