সাজেকে পর্যটকবাহী জিপ খাদে, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:২১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ পাহাড়ি খাদে পড়ে গেছে। এতে ১০ পর্যটক আহত হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেকে ভ্রমণে আসে পর্যটকরা ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে চালকসহ ১২ যাত্রীর ১০ জন আহত হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার জানান, সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ গাড়িটি পাহাড়ি খাদে পড়ে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সাইফুল উদ্দীন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।