মতলব উত্তরে বিনা ভোটে আ.লীগের ১০ চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৩ মে ২০১৬

মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আ.লীগ মনোনীত ১০ প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাচন কমিশন এ তথ্য জানান।

এরা হলেন- মোহনপুর ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, ষাটনল ইউনিয়নে আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, ইসলামবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আ.লীগের মনোনীত প্রার্থী সাজেদুল হাসান বাবু বাতেন।

এছাড়া, বাগানবাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, সাদুল্যাপুর ইউনিয়নে লোকমান আহম্মেদ মুন্সি, দূর্গাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের।

এখলাছপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

ইকরাম চৌধুরী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।