গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, জরিমানা লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর হাতিয়ায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ‘সফদার ব্রিকস’ ও ‘মোজাহার ব্রিকস’ নামক দুটি প্রতিষ্ঠানে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার জাগো নিউজকে বলেন, ভাটা দুটি জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া কাঁচামাটি সংগ্রহ এবং নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে অপরাধের প্রমাণ পেয়ে এক লাখ টাকা জরিমানা এবং ভাটা দুটির চিমনী ও কিলন ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ হাতিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।