মুহুরী নদী থেকে বালু উত্তোলন, ৩৫ ড্রেজার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলায় টাস্কফোর্স এ অভিযান চালায়।

ফেনীর-৪ বিজিবি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার দুপুরে উপজেলার বাউরখুমা নামক স্থানে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৫টি মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে নানা তৎপরতা অব্যাহত রয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, বিজিবির ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, পরশুরাম থানা পুলিশের একটি দল ও বিজিবি সদস্যরা।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।