নারায়ণগঞ্জে হাসিনা- শামীম ওসমানসহ ১১১ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

নারায়ণগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ১১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজ মোড়ে শামীম ওসমানসহ আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা চালায়। এসময় মো. তানভীর রহমান (১৭) গুলিবিদ্ধ হয়। অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে বর্তমানে সুস্থ হয়েছেন। পরে জড়িতদের শাস্তির জন্য মামলা করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।