বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় আটক ৩
ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মং শৈ উ চাক (৬০) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোর ৫টার দিকে বাইশারি ইউনিয়নের ইটারপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে দুইজন রোহিঙ্গা। এরা হলেন-জিয়া এবং আব্দুর রহিম। আরেকজন হলেন হ্ল মংচাক।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে উপজেলার বাইশারি ইউনিয়নের উপচাক পাড়া এলাকায় ভিক্ষুর নিজ উপসনালয়ে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার ছেলের বৌ খাবার দিতে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর জবাই করা মরদেহ দেখতে পায়। গত দু`বছর ধরে তিনি উপচাকপাড়া বৌদ্ধ মন্দিরে উপসনায় নিয়োজিত আছেন।
সৈকত দাশ/এসএস/এমএস