শার্শায় গরু চুরি করতে গিয়ে ট্রাক রেখে পালালো চোরের দল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

যশোরের শার্শায় গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়েছে চোরেরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মাটিপুকুরিয়ার পাশের ধলদা গ্রামের নাভারণ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আনিসুর রহমানের তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এছাড়াও বিভিন্ন স্থানে বিগত দিনে গরু চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় গরুর খামারি ও মালিকদের মধ্যে আতংক বিরাজ করে। তারা নিয়মিত রাতে সজাগ থাকার চেষ্টা করেন।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে চোরের দল ট্রাক নিয়ে এলাকায় গরু চুরি করতে এসে মাটিপুকুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেনের বাড়ির গোয়াল ঘরের তালা ভাঙতে শুরু করে। এসময় শব্দ শুনে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী চোরদের ধাওয়া দেয়। উপায়ন্তর না পেয়ে তারা কাঠুরিয়ার রাস্তায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। ট্রাকের কোনো নম্বর নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে শার্শা থানায় নিয়ে যায়।

মুরাদ হোসেন জানান, রাতে চোর যখন গোয়াল ঘরের তালা ভাঙছিল তখন তার ভাই খলিলুর শব্দ শুনে জানালা খুলে ৫-৬ জনকে গোয়াল ঘরের সামনে দেখে চিৎকার দিতে থাকেন। এসময় তারা ঘুম থেকে জেগে বাইরে আসতে গিয়ে দেখেন তাদের ঘরের সিটকিনি লাগিয়ে দিয়ে রেখেছে চোরেরা। পরে তারা জানালা দিয়ে পরিবারের সকলে মিলে চোর চোর বলে চিৎকার করলে আশপাশের বাড়ি থেকে অনেকে এসে চোরের দলকে ধাওয়া করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।