দেওয়ানগঞ্জে আ.লীগের ১০ বিদ্রোহী প্রার্থী বহিস্কার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সাত ইউনিয়নে আওয়ামী লীগের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আনিসুল হক মুকুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তিতে এই আদেশ জানানো হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আনিসুল হক মুকুল জানান, পঞ্চম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আ.লীগের সদস্য ছামিউল হক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, পাররামরামপুর ইউনিয়ন আ.লীগের সদস্য আল লেমন আসাদুজ্জামান, সদস্য সোহেল রানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুরুজ উদ্দিন, চুকাইবাড়ি ইউনিয়নে দেওয়ানগঞ্জ পৌর আ.লীগের সদস্য মঞ্জুরুল হক, হাতিভাঙ্গা ইউনিয়ন আ.লীগের সদস্য শাহজাহান আকন্দ, ডাংধরা ইউনিয়ন শাখার জাতীয় শ্রমিকলীগের সভাপতি শাহ মোহাম্মদ মাসুদ, চর আমখাওয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আজিজুর রহমান এবং বাহাদুরাবাদ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিনকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
শুভ্র মেহেদী/এমএএস/পিআর