সরাইলে পলিথিন কারখানা মালিকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা মালিকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত কারখানা মালিক কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, পলিথিন তৈরির খবরে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানায় মালিককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।