দু’পক্ষের সংঘর্ষ

আনন্দ মোহন কলেজে হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কলেজ প্রশাসন ছাত্রদের হল ছাড়ার নিদের্শ দিলেও ছাড়ছেন না তারা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে হল ছাড়ার নির্দেশ ছিল। কিন্তু কলেজে গিয়ে দেখা যায়, বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুটিকয়েক শিক্ষার্থী হল ত্যাগ করেছেন। বেশিরভাগ শিক্ষার্থী হলে অবস্থান করছেন।

২০২১-২২ সেশনের দ্বিতীয় বর্ষের চলমান ফাইনাল পরীক্ষা, ২৭ জানুয়ারি শুরু হতে যাওয়া মাস্টার্স ২০২১-২২ সেশনের পরীক্ষা ও হামলাকারীদের হল দখলের আশঙ্কাকে হল না ছাড়ার কারণ হিসেবে বলছেন শিক্ষার্থীরা।

আনন্দ মোহন কলেজে হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবি, হামলাকারীদের পরিচয় প্রকাশসহ মঙ্গলবারের মধ্যে গ্রেফতার, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বহিরাগত সন্ত্রাসীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা, সিট নবায়নে বর্তমান বৈধ সিটধারীদের পূর্বের সিটে অবস্থানে নিশ্চিতকরণ ও সিট নবায়নের ফি কমানো।

পল্লী কবি জসিম উদ্দিন হলে থাকা রামীম, রাকিবসহ কয়েকজন শিক্ষার্থী জাগো নিউজকে জানান, সকাল ৮টা থেকে গুটিকয়েক শিক্ষার্থী ভয় ও আতঙ্কসহ বিভিন্ন কারণে হল ত্যাগ করেছে। তবে বেশিরভাগ শিক্ষার্থী হলে রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ হল ছাড়বেন না।

আনন্দ মোহন কলেজে হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা

আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ আমান বলেন, অনেক শিক্ষার্থী নির্দেশনা মেনে হল ছেড়ে বাড়ি ফিরেছে। অন্যরাও চলে যাবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা নিরাপদে হল ত্যাগ করছেন। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে রোববার বিকেলে হলের সিট বরাদ্দের নবায়ন ইস্যুতে গণ্ডগোলের সূত্রপাত হয়। পরে ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমানসহ অন্যরা এলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।