ঝিনাইদহে ৩ চোরাকারবারি আটক


প্রকাশিত: ০২:৪২ এএম, ১৭ মে ২০১৬

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে সোমবার রাতে হরিণের চামড়া, নগদ টাকা, মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার মোবাইল সেটসহ তিন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন, শরিফুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৮), ব্যাপারী পাড়া এলাকার চতুর আলীর ছেলে কোরবান আলী (৪৫) ও তার স্ত্রী আমেনা খাতুন (৩৮)।

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মনির আহম্মেদ জানান, আটক তিনজন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন। র‌্যাবের কাছে খবর আসে শহরের ব্যাপারী পাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে এবং হরিণের চামড়া পাচার করছে।

র‌্যাবের তড়িৎ অভিযানে এসময় ঘটনাস্থল থেকে একটি হরিণের চামড়া, চার লাখ তিন হাজার ৫শ ৩০ টাকা, ১৬টি মোবাইলসেট, একটি ক্যামেরা, দুই পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ৪শ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।