কয়রার সাবেক এমপিসহ ১০৮ জনের নামে মামলার আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

খুলনার কয়রায় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুসহ ১০৮ জনের নামে মামলার আবেদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. নূরুল ইসলাম নামে এক শিক্ষক মামলাটি করেন।

বাদীর আইনজীবী আবু বকর সিদ্দিক বলেন, মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে। আশা করি ন্যায় বিচার পাবো।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে চাঁদা দাবি করতো এবং হুমকি দিতেন। মামলায় জড়িত থাকা পুলিশ সদস্যরা নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা গ্রহণ করতেন।

মামলার বাদী মো. নূরুল ইসলাম জানান, বিগত সরকারের আমলে আমাদের নানাভাবে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ন্যায় বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।

মো. আরিফুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।