যানজট নিরসন

চাঁদপুর পৌরসভায় চলবে দুই রঙের ইজিবাইক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

চাঁদপুর শহরে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। শহরে চলাচলকারী ইজিবাইকগুলো লাল ও সবুজ রঙে আলাদা করা হচ্ছে। পরবর্তীতে কোন সময়ে কোন রঙয়েরগুলো সড়কে থাকবে তা নির্ধারণ করা হবে। এতে ইজিবাইকের সংখ্যা কমায় যানজট অনেকটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর ঈদগাহ মাঠে দেখা যায়, ইজিবাইকগুলো নতুন নম্বরপ্লেট দিয়ে জোড় ও বিজোড় সংখ্যায় রং করছেন শ্রমিকরা। লাইসেন্স নম্বর অনুযায়ী জোড় নম্বরধারীগুলো লাল ও বিজোড়গুলোকে সবুজ রং করা হচ্ছে।

পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এটি বাস্তবায়নে ইতোমধ্যে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। পৌরসভায় দুই হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। ১২ জানুয়ারি নম্বরপ্লেট প্রদান ও রঙের কাজ শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ চলছে।

jagonews24

ইজিবাইক চালক মজিবুর রহমান বলেন, যানজট নিরসনে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে দুই রঙের গাড়ি একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশাকরি পৌর কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে ১ ফেব্রুয়ারি থেকে রঙ করা ইজিবাইক চলাচল করবে। এতে অবৈধ ইজিবাইক শনাক্ত করে সেগুলো ঠেকানো সহজ হবে।

শরীফুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।