চোর সন্দেহে হাসপাতালে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৩২ এএম, ১৭ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। এতে নিহত হয়েছেন ওই যুবক।

বৃহস্পতিবার বিকেল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিচ তলার গাইনি ওয়ার্ড থেকে একজনের মোবাইল চুরি করার সময় ধরা পরে। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে পেটাতে পেটাতে হাসপাতালে বাইরে নিয়ে আসে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এছাড়া নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।