ছোটো দুই ভাইয়ের মতো একইভাবে প্রাণ দিলেন বড় ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোটো দুই ভাইয়ের মতোই আত্মহত্যা করেছেন মো. জুয়েল (৪৫) নামে এক যুবক। শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

জুয়েল ফতুল্লার দাপা এলাকার আ. আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কসপে চাকরি করতেন। জুয়েলের দুই শিশু সন্তান রয়েছে।

এর আগে ২০০৫ সালে নিহতের ছোটো ভাই রুবেল এবং ২০১৮ সালে সাকিব পারিবারিক কলহের কারণে ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জমির জন্য বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। এসময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।