যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’ গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২০ জানুয়ারি ২০২৫

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী রাকিব হোসেন (৩০) ওরফে ভাইপো রাকিবকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাকিব শহরের শংকরপুর সার গোডাউন এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ ১৪ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিব। আধিপত্য বিস্তার কিংবা মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে গুলি করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হাসপাতাল সূত্র ও আহতদের স্বজনেরা জানান, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে। পরে বাঁচার জন্য পালাতে গেলে তারা বুকে পিস্তল দিয়ে দুটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত ১০টার পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমন, তানভীর ও সাব্বিরসহ কয়েকজন এই হামলায় জড়িত বলে তারা অভিযোগ করেছেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ভাইপো রাকিবের বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ একাধিক হত্যা ছাড়াও অন্তত ১৪টি মামলা রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, আহত রাকিবের বুকে দুই পাশে দুটি গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার এসআই সৈকত বিশ্বাস জানিয়েছেন, গুলিবিদ্ধের খবর এখনও পাওয়া যায়নি।

তবে কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাকের সরকারি ফোনটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। আর অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল) জুয়েল ইমরান ফোন রিসিভ করেননি।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।