টেকনাফ

পাহাড় থেকে মানবপাচারকারীসহ মালয়েশিয়াগামী ১৯ জন আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে মালয়েশিয়াগামী ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী। তাদের মধ্যে পাচারকারী চক্রের এক সদস্য রয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) দিনগত মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ৭ নম্বর ওয়ার্ডের কচ্চপিয়া পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফের দায়িত্বরত নৌবাহিনী সূত্রে জানা যায়, তথ্য ছিল মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাহাড়ের ঢালে ১০০-১৫০ জনকে কয়েকটি ঘরে জমা করে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কয়েকটি ঘরে তল্লাশি চালানোর সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় দুই বাংলাদেশি ছেলেসহ ১১ জন এবং আটজন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।