সাংবাদিকের বাসার গ্রিল কেটে ৮ ভরি স্বর্ণালংকার চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২২ জানুয়ারি ২০২৫

ফরিদপুরের সালথা উপজেলায় শফিকুল ইসলাম (২৯) নামে এক সাংবাদিকের ভাড়া বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ চোর শফিকুলের পরিবারের ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের ৭তলার বাসায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক।

সাংবাদিকের বাসার গ্রিল কেটে ৮ ভরি স্বর্ণালংকার চুরি

সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, সোমবার সালথার তেলি সালথা গ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বেড়াতে যাই। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখি বাসার গ্রিল কেটে চোর ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এসময় বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় চোরের দল।

এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ বলেন, বিষয়টি জানা নেই। ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।