নাফ নদীর পাড়ে সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালালো চোরাকারবারিরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৫

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারের সময় নাফনদী থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে খবর আসে চোরাকারবারিরা মিয়ানমার থেকে টেকনাফের লেদা বিওপির বিআরএম-১১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপির দুটি পৃথক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের কাঁধে থাকা বস্তা নাফ নদীর পাড়ে ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযান চলাকালে মাদক বহনের সঙ্গে বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।