কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০০ এএম, ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের মাদক ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনি। এসময় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত একটায় কেশারপাড় ইউনিয়নের শ্রীপুর পোলসংলগ্ন এলাকার নির্জন আস্তানায় এই অভিযান চালানো হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে, একটি এলজি, দুটি কার্তুজ, তিনটি চাইনিজ কুড়াল, একটি টিপ ছুরি রয়েছে। অভিযানের বিষয়ে বুঝতে পেরে গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়।

কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালী-১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রিফাত আনোয়ার অস্ত্র উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন গভীররাতে কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান চালানো হয়। এসময় অস্ত্রগুলো পাওয়া গেলেও অপরাধীরা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা অস্ত্র সেনবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।