নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার করতে হবে: জামায়াত সেক্রেটারি

জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এ দাবি করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এমন নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে অন্তত ৬-৭টি বিভাগের সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই সংস্কারের জন্য জামায়াতে ইসলামী সময় দেবে। তবে নির্বাচনের আগেই শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। বাংলাদেশের মানুষ তা দেখতে চায়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরও বলেন, দেশ থেকে পালায় চোর, ডাকাত, খুনি ও মিথ্যাবাদীরা। বাংলাদেশের মানুষ খুনি ও ফ্যাসিস্ট হাসিনাকে আর দেশের রাজনীতিতে দেখতে চায় না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটাধিকার, রাজনীতির অধিকার, সাংবিধানিক অধিকার ও আইনগত সুবিচার পাওয়ার অধিকারও কেড়ে নিয়েছিলেন।
ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসাইনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাড. মুয়াযয্ম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ, জামায়াতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলার সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ প্রমুখ।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম