পাবনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

পাবনায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার আতাইকুলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দুবলিয়া ক্যাম্প পাড়ার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন রেজা খান (৩২), নতুন পাড়ার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম (৩১) ও শ্রীকোল এলাকার বাসিন্দা ও ছাত্রলীগকর্মী শহিদুল ইসলাম (৩১), তপু রায়হান (৩৫) ও শাকিল মৃধা (১৭)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের জানান, শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করে শ্রীকোল ব্রিজে গিয়ে শেষ করে। এর মাধ্যমে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছিলো তারা। পরে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।