‘কিছুদিন আগেও সবজি কম কিনেছি, এখন ব্যাগ ভরে নিচ্ছি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

সামনে সাজানো শীতকালীন সবজি। গালে হাত দিয়ে চিন্তায় মগ্ন আনিসুর রহমান। এভাবেই হাটে হাটে গিয়ে গালে হাত দিয়ে বসে থাকতে হয় আনিসুরকে। নিজের আবাদ করা সবজি বিক্রি করেন তিনি। দাম না থাকায় তার মতো আরও অনেক চাষিকে এভাবেই চিন্তায় থাকতে হয়। তবে বাজারে এমন নিয়ন্ত্রিত অবস্থা থাকায় স্বস্তির হাসি ক্রেতাদের মুখে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মেহেরপুরের মোনাখালি সাপ্তাহিক হাটে গিয়ে এ চিত্র দেখা যায়।

সবজি বিক্রেতা আনিসুর রহমান জানান, তিনি সারা বছরই নিজের জমিতে সবজি আবাদ করে নিজেই বিক্রি করেন। এতে তার লাভ একটু বেশি হয়। কিন্তু এখন পালং শাক প্রতি কেজিতে ৫ টাকাও পাওয়া যাচ্ছে না। বাঁধাকপি বিক্রি করতে হচ্ছে ২-৫ টাকা কেজিতে। যা বিক্রি করে ক্ষেতের ফসল তোলার খরচই হচ্ছে না।

শনিবার জেলার হাটবাজারগুলোতে ১০০ টাকায় মিলছে ৫ কেজি আলু। বেগুন, টমেটো, লাউ রয়েছে ২০ টাকার মধ্যে। বাঁধাকপি ও ফুলকপি গেল সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে ৩-৫ টাকা কেজি এবং প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩০-৩৫ টাকায়। এমন দামে ক্রেতাদের মনে স্বস্তি। তবে সারাবছরই যেন পণ্যের নিয়ন্ত্রিত দর থাকে এমনটি চান।

সামনে সাজানো শীতকালীন সবজি। গালে হাত দিয়ে চিন্তায় মগ্ন আনিসুর রহমান। এভাবেই হাটে হাটে গিয়ে গালে হাত দিয়ে বসে থাকতে হয় আনিসুরকে

সবজি ক্রেতা আজিজুর রহমান বলেন, কিছুদিন আগেও আমরা সামান্য পরিমাণ পেঁয়াজ, আলু ও সবজি কিনেছি। এখন কিনছি ব্যাগ ভরে। তবে চাষির লোকসানের কথা চিন্তা করে ক্রেতা হিসেবেও স্বস্তি পাচ্ছি না। শীতে কম মূল্য, অন্য সময় চড়া মূল্য থাকে। এই ব্যবস্থাপনা আমরা চাই না। আমরা চাই সব সময় বাজার একটা নিয়ন্ত্রণ অবস্থায় থাকুক।

সবজি বিক্রেতা তাহেরুল ইসলাম ও রাব্বি হোসেন জানান, পাইকারি বাজার থেকে কম দামেই পাওয়া যাচ্ছে আলু-সবজি। তবে হাটে বিপুল পরিমাণ আমদানি থাকায় ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, আমদানির ওপর কাঁচা সবজির দর নির্ভর করে। এবার একসঙ্গে সারা দেশেই বিপুল পরিমাণ সবজি উঠেছে। তাই দর এত নিচে নেমেছে। লোকসান এড়াতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সবজির আবাদ করার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

আসিফ ইকবাল/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।