সোনারগাঁয়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জমিতে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ।

অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের একটি ফলের দোকানসহ পাঁচজন দোকানিকে জরিমানা করা হয়।

Eviction

আদালত ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী পাঁচ শতাধিক স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। এসব স্থাপনায় দোকান প্রতি ১০-৫০ হাজার টাকা জামানত নিয়ে মাসিক ৩-১৫ হাজার টাকা ভাড়া আদায় করেন তারা। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জাগো নিউজকে বলেন, মহাসড়কের দুই পাশের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ জানান, সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ পাঁচটি দোকানকে চার হাজার টাকা জরিমানাসহ তিন শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. আকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।