টেকনাফে উদ্ধার মেছো বাঘের ৫ বাচ্চা বনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের টেকনাফে পাঁচটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগের সদস্যরা। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মগপাড়া গ্রাম বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

উপকূলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ জানান, ওই গ্রামের নজির মেম্বারের বসতঘর থেকে পাঁচটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় বাঘগুলো দেখতে স্থানীয়রা ভিড় করেন।

টেকনাফে উদ্ধার মেছো বাঘের ৫ বাচ্চা বনে অবমুক্ত

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মেছো বাঘের বাচ্চাগুলো খাবারের জন্য জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে। দুপুরে বাচ্চাগুলো টেকনাফের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।