‘ঋণের চাপে’ স্ট্রোক করে গ্রাহকের মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

ঝালকাঠির রাজাপুরে এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) কর্মীদের ভয়ভীতি ও ঋণের চাপে বাবুল খান নামের এক গ্রাহক স্ট্রোক করে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল খান ওই গ্রামের মৃত আকুব আলী খানের ছেলে।

বাবুলের ছেলে রাব্বি খান, ভাই নান্নু খান ও ঋণের জামিনদার মোস্তফা কামাল অভিযোগ করে জানান, এনজিও টিএমএসএসের উপজেলা শাখা থেকে ২০২৩ সালের ১৮ জুলাই এক লাখ টাকা ঋণ উত্তোলন করেন বাবুল। পরে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন। তবে আর্থিক সমস্যার কারণে গত কয়েক মাস কিস্তি দিতে পারেননি। এজন্য ১৭ হাজার টাকা বকেয়া পড়ে যায়। এ কারণে টিএমএসএসের ম্যানেজার সাইফুল ইসলামসহ ১০-১৫ জন কয়েক দফায় বাড়িতে গিয়ে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি তার চাকরিজীবী ছেলে রাব্বির কর্মস্থলে অভিযোগ ও মামলা দিয়ে চাকরিচ্যুত করাসহ বিভিন্ন হুমকি দেওয়া হয়। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়েন বাবুল খান।

সবশেষ তার স্ত্রী রাণী বেগমের নামে ৬০ হাজার টাকা কিস্তি পাওনা দেখিয়ে চেক ডিজঅনার মামলা করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মামলার সমন পেয়ে মানসিক চাপে ভেঙে পড়েন বাবুল খান। এসব কারণে শেষ রাতে তিনি স্ট্রোক করে মারা যান বলে অভিযোগ স্বজনদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের উপজেলা শাখার ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, গ্রাহক বাবুল ঠিকমতো ঋণ পরিশোধ না করায় কাগজপত্র বরিশাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তার স্ত্রীর নামে মামলা করা হয়েছে। আর চার মাসেও তার বাড়িতে কেউ যাননি। যেসব অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়।

আতিকুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।