কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

গাজীপুর মহানগরীর টঙ্গীর ভাদাম এলাকার একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টায় টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা গ্রুপের একটি পোশাক কারখানার লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গেলে আনোয়ারুল (৪০) নামে এক শ্রমিক গুরুতর আহত হন। কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আনোয়ারুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বেলকা নবাবগঞ্জ গ্রামের সৈয়দ আলীর ছেলে।

কারখানার লিফট ছিঁড়ে শ্রমিক নিহতের ঘটনা সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির মালিক গোলজার আহমেদ চৌধুরীর মুঠোফোনে ফোন দিলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, তামিশনা গ্রুপের কারখানার লিফটের তার ছিঁড়ে এক শ্রমিক আহত হন। পরে পাশের ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত বছর ৯ ডিসেম্বর একই প্রতিষ্ঠানের লিফট ছিঁড়ে তিন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।