সন্ধ্যায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ইজতেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগের শুরায়ি নেজামের ৬ দিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব আম বয়নের মাধ্যমে ইজতেমা শুরু হবে।

শুরা‌য়ে নেজামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হবে ৫৮তম ইজতেমার আনুষ্ঠানিকতা।

শুরায়ি নেজামের মি‌ডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমা ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে আগত তাবলিগ জামাতের মুসল্লিরা নিজ নিজ জেলার খিত্তা অনুসারে অবস্থান নিয়েছেন। ইজতেমায় অংশ নিতে বুধবার থেকে ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বাস-ট্রেনসহ বিভিন্ন মাধ্যমে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন। মুসল্লিদের এ স্রোত শুক্রবার ভোর পর্যন্ত থাকবে।

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান জানান, আর‌বি মাস অনুযায়ী সূর্যাস্তের পর থে‌কে দিন শুরু হয়। এজন্য আমরা বৃহস্প‌তিবার বাদ মাগরিব থে‌কে ইজ‌তেমার আনুষ্ঠানিকতা শুরু কর‌তে যাচ্ছি।

সন্ধ্যায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ইজতেমা

তিনি জানান, শুক্রবার ফজর নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। শুক্রবার সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

প্রথম পর্ব ৬ দিনব্যাপী ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। ৪১ জেলা নিয়ে প্রথম ধাপের ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ২ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় ধাপের ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫ ফেব্রুয়ারি।

এদিকে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে তাদের ইজতেমা।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।