শরীয়তপুরে সাময়িক বাস ধর্মঘট : যাত্রীদের ভোগান্তী


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৯ মে ২০১৬

শরীয়তপুরে ফরহাদ মৃধা নামে এক বাসচালককে মারধরের প্রতিবাদে সাময়িক বাস ধর্মঘটের ডাক দিয়েছে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিক থেকে এ বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে চরম ভোগান্তীতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, সকালে স্থানীয় এক যুবক রনির সঙ্গে বাসচালক ফরহাদের বাকবিতণ্ডা হয়। পরে এর জের ধরে রনি তার লোকজন নিয়ে ফরহাদকে ধারধর করলে এর প্রতিবাদে জেলায় বাস ধর্মঘটের ডাক দেয় জেলা বাস শ্রমিক ইউনিয়ন।

আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার জানান, আমাদের শ্রমিককে মারধরের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। এবিষয়ে রনির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান তিনি।

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।